মোবাইলে বাংলা দেখা এবং বাংলায় লেখা !!!

যাদের মোবাইলে Builtin Bangali set করা নেই তাদের জন্য ...............
বাংলা পড়ার জন্য -

যদি মোবাইলে বাংলা সেট করা না থাকে তাহলে প্রথমে অপেরা মিনি download করুন ।
আর যাদের করাই আছে তারা input adress এর জায়গায় লিখুন about:confg এবং ok চাপুন ।

যদি কাজ না হয় তাহলে লিখুন opera:config এবং ok চাপুন


এরপর একটা settihgs page আসবে । একটা setings দেখবেন ''Use bitmap fonts for complex scripts '' যেটা no করা আছে । অপশনটি সাধারনত সবার শেষে থাকে ।



সেটা yes করে save করুন ।


তাহলেই আপনার OPERA MINI তে বাংলা দেখতে পারবেন ।

বাংলা লেখার জন্য -


এখান থেকে Panini software টির বাংলা র্ভাসন আপনার মোবাইলে ডাউনলোড করে নিন । তারপর এতে বাংলায় লিখে save করে পরে ড্রাফটস্ এ গিয়ে copy করে আপনার ব্রাউজারে paste করুন ।

প্রসেস টা একটু বিরক্তি কর হলেও কিছুদিন করলে অভ্যাস হয়ে যাবে । এখন থেকে builtin bangali supported mobile ছাড়া অন্য মোবাইল গুলোতে ও আপনি বাংলা লিখতে বা পড়তে পারবেন !

শেয়ার করুন

লেখকঃ

পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট