মোবাইল থেকে ফেসবুক চ্যাটের এক অনন্য সফটওয়্যার

সামাজিক যোগাযোগের জনপ্রিয় মাধ্যম ফেসবুক।অনেকেই মোবাইল ফোন থেকে নিজের ফেসবুক প্রোফাইল হালনাগাদ করে থাকেন।কিন্তু মোবাইল থেকে ফেসবুকে চ্যাট করার কোন অপশন নেই।তবে ইচ্ছে করলে আলাদা সফটওয়্যারের সাহায্যে মোবাইল থেকেই আপনি ফেসবুকে চ্যাট করতে পারেন।Ebuddy নামের সফটওয়্যারটির সর্বশেষ সংস্করনটি ডাওনলোড করুন।


এবার সফটওয়্যারটি ওপেন করে নির্দেশনাগুলো অনুসরন করুন এবং আপনার ফেসবুক ইউজার ন্যাম ও পাসওয়ার্ড ঢুকান।তাহলেই ফেসবুক চ্যাট অপশন পেয়ে যাবেন,এখান থেকে অনলাইন অপশনে ক্লীক করলেই বোঝা যাবে আপনার কতজন বন্ধু অনলাইনে রয়েছে।এই সফটওয়্যারটির সাহায্যে আপনি yahoo,msn,google ইত্যাদিতেও সরাসরি চ্যাট করতে পারবেন।যেকোন জাভা সমর্থিত মোবাইলে এই সফটওয়্যারটি চলবে।

শেয়ার করুন

লেখকঃ

পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট